গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ১) নাসির কোরায়েশী(৪৫), পিতা-মৃত: শামছু কোরায়েশী, সাং-১৫৮/১ গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) আব্দুল কাদের(৫০), পিতা-জালাল উদ্দিন, সাং-১৫৬/১ গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) রানা(৩৮), পিতা-মৃত: আসলাম, সাং-জোড়াগেট ওয়াসার পাশে, থানা-খালিশপুর; ৪) রাহাত খাঁন(৩৮), পিতা-মোঃ সেকেন্দার খাঁন, সাং-রেলওয়ে হাসপাতাল রোড, থানা-খুলনা; ৫) মোঃ জামাল মাহমুদ@ জামাল(৪০), পিতা-মৃত: সামসু মাতুব্বর, সাং-আজিমনগর উত্তরপাড়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর; ৬) মোঃ আনোয়ার হোসেন(৪১), পিতা-মৃত: ইউনুস মিয়া, সাং-পশ্চিম খাবাসপুর, থানা-ফরিদপুর, জেলা-ফরিদপুর এবং ৭) মোঃ রাকিব হোসেন(৩৫), পিতা-শেখ মোহাম্মাদ আলী, সাং-পশ্চিম গোয়ালচামুট, থানা-ফরিদপুর, জেলা-ফরিদপুর’দের কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ০৮ বোতল ফেন্সিডিল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
১৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ৮ বোতল ফেন্সিডিলসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
You Might Also Like
administer22
Leave a comment