টেস্ট সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। তার আগে গতকাল রাতে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে ঘরের মাঠের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পর এই ফরম্যাটে তরুণদের ওপর নির্ভরশীল ভারত।
ভারতের ব্যাটিংয়ে ভরসা অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংরা। বোলিং আক্রমণে অর্শ্বদীপ সিং, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে পান্ডিয়া তো আছেনই। অলরাউন্ডার আছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া দলে জায়গা হয়নি শুভমান গিল ও মোহাম্মদ সিরাজের।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণু, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।