দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত রোববার রাজধানীর গুলশানে এমজিআইর প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এমজিআইর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন এমজিআইর ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমজিআইর বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যুক্ত হন। কর্মসূচির অংশ হিসেবে এমজিআইর কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে ৫০ বছরে পদার্পণের বিশেষ টিশার্ট পরিধান করেন। দেশব্যাপী এমজিআইর বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপোতে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ স্থাপন করা হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেশব্যাপী এমজিআইর বিভিন্ন বিলবোর্ডে ৫০ বছরে পদার্পণের বিশেষ কমিউনিকেশন প্রচারিত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও ছিল বিশেষ ক্যাম্পেইন।
এমজিআইর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, ‘এমজিআইর প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’
Leave a comment