গত ০৯/০৭/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.৩৫ ঘটিকা হতে দুপুর অনুমান ০২.১০ ঘটিকার মধ্যবর্তী সময়ের মধ্যে খুলনা সদর থানাধীন ইকবাল নগর সরকারি স্কুল এন্ড কলেজ সংলগ্ন বকুলতলা মোড়ে পাঁকা রাস্তার উপর হতে সবুজ মন্ডল(২৪), পিতা-নিতীশ চন্দ্র মন্ডল, সাং-আড়ংঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-কালিশাকুল, থানা-অভয়নগর, জেলা-যশোর এর ০১(এক) টি সবুজ রংয়ের ইজিবাইক চুরি হয়ে যায়। পরবর্তীতে সবুজ মন্ডল ঘটনাস্থলের আশে-পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইজিবাইক চোরদেরকে সনাক্ত করতে সক্ষম হন এবং চোরদেরকে খুলনা শহরের বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ২৪/০৭/২০২৪ খ্রিঃ সবুজ মন্ডল খুলনা সদর থানাধীন ৩নং কাশেম সড়কে অবস্থানকালে তার হারানো ইজিবাইকসহ চোরদের দেখে খুলনা সদর থানা পুলিশকে সংবাদ দিলে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত বর্ণিত স্থানে হাজির হয়ে আন্তঃজেলা চোর জক্রের সক্রিয় সদস্য ১) পরশ(২০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-আন্দারিয়া, থানা-মোংলা, জেলা-বাগেরহাট, এ/পি-সাং- নিরালা মোড়, ডাচ বাংলা ব্যাংকের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২)সাবিদ রহমান তুষার(২০), পিতা-মোঃ মফিজুর রহমান, মাতা-লায়লা খাতুন, সাং-কাঠিগ্রাম, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি-সাং- নির্জন ২নং আবাসিক, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে সবুজ মন্ডলের চুরি হয়ে যাওয়া ইজিবাইকটিসহ ০৫ টি চোরাই ইজিবাইক এবং ০৫ টি রিক্সা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাদী সবুজ মন্ডলের এজাহারের প্রেক্ষিতে খুলনা সদর থানার মামলা নং-৩১, তারিখ-২৫/০৭/২০২৪, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
৫ টি চোরাই ইজিবাইক এবং ৫ টি রিক্সাসহ ২ চোরকে গ্রেফতার করলো কেএমপি
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment