জার্মানি এবং বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফুটবল স্ট্রাইকার গার্ড মুলার মৃত্যুবরণ করেছেন। আজ সকালে ৭৫ বছর বয়সে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের মৃত্যু হয় বলে বায়ার্ন মিউনিখের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বায়ার্ন মিউনিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ এফসি বায়ার্ন মিউনিখের পৃথিবীটা পুরোপুরি থমকে দাঁড়িয়েছে। জার্মান রেকর্ড চ্যাম্পিয়ন এবং তুমুল জনপ্রিয় ফুটবলার গার্ড মুলার আজ সকালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
ডার বোম্বার নামেও পরিচিত ছিলেন জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকার। নিজ দেশের হয়ে ৬২ ম্যাচ খেলে গোল করেছেন ৬৮টি। মিরোস্লাভ ক্লোসাই কেবল তার এই রেকর্ড ভেঙেছিলেন ২০১৪ সালে।
তবে বায়ার্ন মিউনিখের হয়ে তিনি যা করে গেছেন তা রীতিমত বিস্ময়কর। রেকর্ডের পর রেকর্ড গড়েছিলেন তিনি ভাবারিয়ানদের জন্য। বায়ার্নের হয়ে ৬০৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন মুলার। বুন্দেসলিগায় করেছিলেন ৩৬৫টি গোল। যা রেকর্ড হয়ে আছে। শুধু তাই নয়, বুন্দেসলিগায় ৭ মৌসুম তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা।