
সময় পক্ষে নেই নেহা কক্করের। কদিন আগে মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়েছিলেন। এবার তো অন্তর্বাস পরে মঞ্চে উঠে পড়লেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার গায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে নেহার ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, সাদা জামার উপর নীল অন্তর্বাস চাপিয়েছেন তিনি। ধূসর রঙের ঢিলেঢালা ট্র্যাক প্যান্ট। তার ভেতর থেকে উঁকি দিচ্ছে আরও একটি ট্র্যাক প্যান্ট, সেটি আবার অন্তর্বাসের সঙ্গে রং মিলিয়ে! এক হাতে মাইক্রোফোন, অন্য হাতে একটি লাবুবু পুতুল।
এমন বেশে নেহাকে নিতে পারেননি নেটিজেনরা। কেউ লিখেছেন, “এমন কুরুচিকর সাজলেন কেন নেহা!” কারও মতে, “তিনি যা করেছেন জেনে বুঝেই করেছেন।”অনেকে আবার লেডি সুপারম্যান বলে কটাক্ষ করেছেন।
ঘর ভাঙছে নেহা কক্করের? যা বললেন গায়িকার স্বামী
তবে এমন পোশাকে শুধু যে কটাক্ষই সইতে হয়েছে তা কিন্তু না। শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা জানিয়েছেন। তবে কোনো মন্তব্যের প্রতিত্তর করেননি নেহা।