খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, অসমাপ্ত কাজ সমাপ্ত ও চলমান উন্নœয়ন কাজ সম্পন্ন করব। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি খুলনাবাসীকে শুভেচ্ছা জানাই আমাকে আবার নির্বাচিত করার জন্য। সোমবার খুলনা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর তিনি এ কথা বলেন।
ভোটারা উপস্থিতি কম হওয়ার প্রসঙ্গে তালুকদার আবদুল খালেক বলেন, কয়েকটি মিলকারখানা বন্ধের কারণে অনেক শ্রমিক খুলনার বাইরে চলে গেছেন। সে কারণে ভোটার উপস্থিতি যেমন প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে কিছুটা কম হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ উন্নœয়নের পক্ষে ভোট দিয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছে। আমি খুলনাবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। আমার দায়িত্বকালে খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।


