খুলনার দিঘলিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষা শুধুমাত্র পুলিশের একক দায়িত্ব নয়। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে অপরাধীরা কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুব শীঘ্রই অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করা হবে। বর্তমান সরকার আবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। এ চ্যালেঞ্জ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক জোরদার, আস্থা বৃদ্ধি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) দিঘলিয়া থানার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় মাদকবিরোধী অভিযান জোরদার, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, এবং থানা ভিত্তিক পুলিশি সেবার মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে।
সভায় পুলিশ সুপার উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুলিশি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি থানা ভিত্তিক সমস্যা দ্রুত সমাধানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্ব পালন করেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, জামায়াত নেতা খান গোলাম রসুল, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারী জেনারেল মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী আন্দোলনের উপদেষ্টা মোঃ নুরুল হুদা সাজু, উপজেলা ওলামা মাশায়েখের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন,সহ -সভাপতি করে ইঞ্জিঃ অহিদ মুরাদ , সাংবাদিক আরিফুল ইসলাম হাসান, সালাউদ্দিন বাবু, এস এম শামীম, রানা মোল্লা, কিশোর কুমার দে, মেহেদী হাসান। ছাত্র প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, মাওলানা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।



