চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ায় এই ঘটনা ঘটে। দগ্ধ খোকন বসাককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন—মহাজন পাড়ার খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললীতা বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), ছেলে শৌরভ বসাক (১২) ও মেয়ে শয়ন্তী বসাক (৪)।
পিএসএন/এমঅাই


