০৯ ডিসেম্বর’ ২০২৩, শনিবার, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা,টিআইবি উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম এ ‘দুর্নীতির মাত্রা কমলে উন্নয়নের মাত্রা বাড়বে’ বিষয়টির উপর বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং আলচনানুষ্ঠানের আয়োজন করে। সনাক-খুলনা এর সহ-সভাপতি এ্যাড. অশোক কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক-খুলনা সদস্য জনাব রীনা পারভীন । আলোচনানুষ্ঠানে বিষয় ভিত্তিক ম‚ল আলোচনা উপস্থাপন করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির। তিনি দুর্নীতির ধরণ ও তার মাত্রার সাথে উন্নয়নের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি কাঠামোগত উন্নয়নের সাথে সাথে আমাদের পারিবারিক, সামজিক, মানসিক দুর্নীতির ধরণের উপর গুরুত্ব প‚র্ণ আলোচনা করেন। তিনি বলেন ‘ দৃশ্যমান উনয়নের সাথে যেমন দুর্নীতির সম্পর্ক রয়েছে একইভাবে প্রতিনিয়ত আমাদের মন ও মননে দুর্নীতির যে বাসা বেঁধেছে তা দ‚র না করতে পারলে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না’। অনুষ্ঠানে আলোচনা করেন সনাক সদস্য আসিফুর রহমান কাজল, ইয়েস সদস্য সিলমী সাদিয়া, ইয়েস দলনেতা ফারহানা ইয়াসমিন আয়েশা এবং সনাক খুলনা এর শিক্ষানবিশ ও সাবেক ইয়েস সহ দলনেতা জয়দ্রত শীল। আলোচনা সাভায় বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার উপর বিশেষ জোর দেন। অন্যদিকে বিতর্ক প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে মোঃ ইনজামামুল হক রোহান, ফারহান ইয়সামিন আয়েশা এবং ঊর্মি খাতুন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুস্থানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজি সদস্যগন। সর্বশেষ আলোচনানুষ্ঠানের সভাপতি জনাব অশোক কুমার সাহা সাবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান, বিশেষ করে তরুণদেরকে এগিয়ে আসার আহŸান জানান, উপস্থিত সনাক খুলনার সহযোগী ইয়েস ও এসিজির সদস্যরা স্থানীয় মানুষদের সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আশাবাদ ব্যাক্ত করে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

