
প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করা আফগানিস্তান সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচেও তারা হারায় বাংলাদেশকে। গোটা প্রতিযোগিতার শেষ লড়াই বাদে সব খানেই আশা জাগানিয়া ক্রিকেট খেলেও বিদায় নেয় তারা। কিন্তু তারা ব্যাটি-বোলিং-ফিল্ডিংয়ে যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে বাদ পড়েও মন জয় করেছেন কোটি ভক্তের। তবে সুপার ফোরের কোনো ম্যাচে জয়ের দেখা না পাওয়ায় আসন্ন বিশ্বকাপের দলে এসেছে পরিবর্তন।
বৃহস্পতিবার আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেইসাথে আছেন ৪ জন রিজার্ভ খেলোয়াড়।
চমক হলো এশিয়া কাপের দলে থাকা ৫ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য ঘোষিত দল থেকে। তবে রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজের মতো তারকারা যথারীতিই আছেন বিশ্বকাপের মূল দলে।
ব্যাট হাতে আয়ারল্যান্ড ও এশিয়া কাপে ব্যর্থ মোহাম্মদ নবিকেই রাখা হয়েছে অধিনায়ক হিসেবে। সহ-অধিনায়ক হিসেবে আছেন নাজিবউল্লাহ জাদরান। এশিয়া কাপের দেল থেকে বাদ পড়েছেন হাশমতউল্লাহ শাহিদি, করিম জানাত, আফসার জাজাই, নুর আহমেদ এবং সামিউল্লাহ শিনওয়ারি।
বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব। আর এশিয়া কাপের স্ট্যান্ডবাই কাইস আহমেদ বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন।
এ দিকে এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের মূল দলে ঢুকেছেন দারবিশ রাসুলি, সেলিম সাফি এবং উসমান ঘানি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব-উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান ঘানি।
রিজার্ভ: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।