বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে কাইল মেয়ার্সের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু শেষদিকে চট্টগ্রাম রয়্যলাসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঘুরে যায় ম্যাচের মোড়। শেষ পর্যন্ত আবারও দলের ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে মাহমুদউল্লাহ রিয়াদের। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটিং অলরাউন্ডার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে চট্টগ্রাম। জবাবে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে রংপুর।
রংপুরের আগের দুই ম্যাচে সেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছিলেন মাহমুদউল্লাহ। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচসেরা না হলেও শেষদিকে তার ক্যামিও ইনিংসেই জয় পেয়েছে একবারের চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে রিয়াদ খেলেন ১৯ বলে ৩০ রানের প্রতিরোধ্য এক ইনিংস।
আর ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের ভিত গড়ে দেন কাইল মেয়ার্স। মাত্র ২৫ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ডেভিড মালান ৩০ ও খুশদিল শাহ করেন ২২ রান।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসটি খেলেন ওপেনার অ্যাডাম রসিংটন। হাসান নাওয়াজের ব্যাট থেকে আসে ৪৬ রান। এছাড়া আমির জামাল ১৯, মোহাম্মদ নাঈম শেক ১৬, শেখ মেহেদী হাসান ১৩, মাহমুদুল হাসান জয় ১২ ও আসিফ আলী ১ রান করেন।


