বিরাট কোহলি শতরান করে আউট হয়ে ফেরার সময় তাকে জড়িয়ে ধরেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু দু’জনের সম্পর্ক যে সেই ছবিটার মতো নয়, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের পর। রাঁচীতে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে ফেরার পথে কোচের সঙ্গে দেখা হলেও কোনো কথা বলেননি কোহলি, এড়িয়ে গেছেন গম্ভীরকে। পরে দলের জয়ের উৎসবেও যোগ দেননি তিনি।
রাঁচীতে ১৩৫ রানের ইনিংস খেলায় ম্যাচের সেরা হয়েছেন কোহলি। সেই পুরস্কার নিয়ে তিনি সাজঘরে ফেরার সময় পথেই দাঁড়িয়ে ছিলেন গম্ভীর। কোহলি পকেট থেকে মোবাইল বের করে সে দিকে তাকাতে তাকাতে সাজঘরের ভিতরে ঢুকে যান। গম্ভীরের দিকে তাকাননি।
গম্ভীর অবশ্য কোহলির দিকে তাকিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন, কোহলি এসে তার সঙ্গে কথা বলবেন। কিন্তু কোচকে পাত্তাই দেননি কোহলি।
পরে যখন ভারতীয় দল রাঁচীর হোটেলে ফেরে, তখন সেখানে উৎসবের আয়োজন করা হয়েছিল। রাখা ছিল একটি কেক। অধিনায়ক লোকেশ রাহুল কেক কাটেন। কোহলি তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। হোটেলের কর্মী থেকে শুরু করে সতীর্থরা সবাই তাকে যেখানে যোগ দিতে বলেন। কিন্তু কোহলি তাতে যোগ দেননি। কারণটা হতে পারে সেখানেই দাঁড়িয়ে থাকা গম্ভীর।
রাঁচীতে সাজঘরে বসে কোহলির শতরান দেখেছেন গম্ভীর। কোহলি যখন শতরান করেছেন, তখন সাজঘরে গম্ভীরকে দেখা গিয়েছে বসে বসে হাততালি দিতে। ১৩৫ রান করে আউট হয়ে কোহলি সাজঘরে ফেরার পর অবশ্য তাকে জড়িয়ে ধরেন গম্ভীর। তবে কোহলি পরবর্তী সময়ে উপেক্ষা করেন কোচকে।

