
গতকাল ৪ জুলাই নিউইয়ার্ক থেকে প্রচারিত হয় বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শো। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায়ন অভিনেতা জায়েদ খান। প্রথমদিনের অতিথি ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। যেখানে অভিনেত্রী তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপ করেন।
জাহিদ খানের শো’তে হাজির হয়ে অভিনেত্রী জানালেন, কীভাবে এক সিনিয়র সহকর্মী তার প্রাপ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে কৌশলে বাতিল করিয়ে নিজেই দুটি পুরস্কার নিয়ে নেন।
অনুষ্ঠানের এক পর্যায় জায়েদ খান প্রশ্ন করেন, ‘কোনো সহকর্মীর আচরণে মর্মাহত হয়েছিলে?’ জবাবে অভিনেত্রী বলেন, “এক সিনিয়র সহকর্মী বলেছিলেন, আমি যদি অ্যাওয়ার্ড পাই, তাহলে তিনি নেবেন না। এরপর তিনি কর্তৃপক্ষকে প্রভাবিত করে আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়ে দেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয়, ‘তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না।’ পরে দেখি ওই দুইটা অ্যাওয়ার্ডই তিনি (সহকর্মী) নিয়ে গেছেন।”
তানজিন তিশা যোগ করেন, ‘এটা নিয়ে আমি আগে কখনও কিছু বলিনি। এবার প্রথমবারের মতো বলছি। হয়তো তিনি ভেবেছেন, দুটি অ্যাওয়ার্ড তার প্রাপ্য। আমি যেকোনো সহকর্মীকে ভালোভাবে জানার চেষ্টা করি, ওপরে ওপরে বন্ধুত্ব করি না।’
অনুষ্ঠানটি সম্প্রচারের পর থেকেই অভিনেত্রীর মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। বলে রাখা ভালো, এখন থেকে রোজ শুক্রবার প্রচারিত হবে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন থাকবে অনুষ্ঠানটিতে।