
রাশিয়া ও আরব দেশগুলোর মধ্যেকার সম্পর্ক উন্নয়ন হলে সবার স্বার্থই রক্ষিত হবে। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা বলেন।
আরব লীগের বৈঠকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘বিশ্ব গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করছে। আন্তর্জাতিক সম্পর্কে বহুমেরু ব্যবস্থার গঠন আরও শক্তিশালী হচ্ছে। এ ব্যবস্থাটি একে অপরের বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধা, সমতা ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত।
google news
Follow us on google news
এ সময় তিনি বলেন, ‘প্রায় অর্ধ বিলিয়ন জনসংখ্যার সম্মিলিত শক্তিসহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো এ বহুমেরু ব্যবস্থার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পুতিন জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি, বর্তমান হুমকি ও আজকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি সমন্বিত এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এর ফলে বহুপাক্ষিক প্রতিষ্ঠান যেমন ‘লীগ অফ আরব স্টেটস’ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, “আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে আরব লীগ এবং এর সকল সদস্যদের সঙ্গে আরও সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে রাশিয়া এবং আরব দেশগুলোর মধ্যে অংশীদারিত্বের সম্পর্ককে আরও উন্নীত করার প্রচেষ্টা আমাদের পারস্পরিক স্বার্থগুলোকে পূরণ করবে। এটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অবদান রাখবে।’
সূত্র : আনাদোলু এজেন্সি