টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপকে ঘিরেই মূলত এই আলোচনা।
গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে বিষয়টি জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “সর্বশেষ তথ্যমতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম (বুলবুল) আমাকে জানিয়েছেন, আইসিসির একটি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে। তবে আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপে খেলতে চাই, বিশেষ করে শ্রীলঙ্কায়। আমার দৃঢ় বিশ্বাস, এটি আয়োজন করা অসম্ভব কিছু নয়।”
বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আইসিসির একটি প্রতিনিধিদল আসার কথা রয়েছে, তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। যোগাযোগ চলছে, কিন্তু সময় চূড়ান্ত হয়নি।”
এর আগে গত মঙ্গলবার বিসিবি নেতৃত্বের সঙ্গে আইসিসির একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় এবং নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করে।
আইসিসি বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানালেও বোর্ড সিদ্ধান্তে অটল থাকে। তবে উভয় পক্ষই ‘সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে’ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।



