সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ অহিদুল ইসলাম ও দরগাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম জমির উদ্দিন গাজী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯ টায় সাতক্ষীরা শহরের তালতলা এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতউল্লাহ পলাশের বাসভবনে এক অনুষ্ঠানে রহমতউল্লাহ পলাশ ও জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোলা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।
এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য বিএনপিতে যোগদানকারী আওয়ামীলীগ নেতা অহিদুল ইসলাম এর আগে আশাশুনির খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খুলনা সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি তিনি ওই তিনটি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম ও জমির উদ্দিন গাজী বিএনপিতে যোগদানকে ঘিরে এলাকাজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সাধারণ জনগণের অভিযোগ—আওয়ামী লীগের আমলে স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে সম্পৃক্ত এই দুই সাবেক নেতা এখন দল বদল করে নিজেদের অতীত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছেন।
এলাকার সাধারণ মানুষের দাবি—রাজনৈতিক পরিচয় বদলালেই অতীত মুছে যায় না; স্বৈরাচারী শাসনের সহযোগীদের অপকর্মের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।



