
নির্বাচন কমিশনের ইচ্ছা থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন শ আসনে সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে না। নানা সীমাবদ্ধতার কারণে সব আসনের ভোট সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে কমিশন।
এ ছাড়া ডিসেম্বরের রংপুর সিটি নির্বাচনের ভোটে বিএনপিসহ সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
যাচাই করা হচ্ছিল বিভিন্ন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সুফল। কমিশন সংশ্লিষ্টরা তখন সংসদ নির্বাচনের আগে সামগ্রিক পরিবেশ-পরিস্থিতি ও অর্থ বরাদ্দ বিবেচনায় সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন।
পিএসএন/এমঅাই