মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতের নিজস্ব কোনও এজেন্ডা নেই বরং আমরা বিশ্বনবী (সাঃ) যে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, ২নং ওয়ার্ড আমীর শেখ আলাউদ্দিন, ওয়ার্ড সেক্রেটারি নিজাম উদ্দিন খান, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও রাজু প্রমুখ।


