বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। তার গানের অসংখ্য ভক্ত রয়েছে। প্রখ্যাত এ গায়ক সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। তবে হঠাৎ করে আলোচনায় আসেন আদনান।
তিনি ১৯ জুলাই তার ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট মুছে ফেলেন। তাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছে। তিনি ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তাও শেয়ার করেছেন। বার্তাটিতে লেখা ছিল, ‘আলবিদা’।
সবাইকে অবাক করে গায়কের ইনস্টাগ্রামে শুধু এই একটি পোস্ট রয়েছে। কাকে বিদায় জানালেন তিনি সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। মিলছে না। কেউ বলছেন হয়তো তিনি নিজেকে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিয়েছেন।
আবার কেউ বলছেন হয়তো ‘আলবিদা’ শিরোনামে নতুন কোনো গান নিয়ে আসছেন তিনি।
গায়কের এমন পোস্টে একজন ভক্ত লিখেছেন, ‘কি হয়েছে স্যার? আমি মনে করি এটি একটি নতুন শুরু! তোমার নতুন গান নাকি অন্য কিছু?’
অন্য একজন লিখেছেন, ‘আপনি ঠিক আছেন স্যার’।
আদনান সামি পাকিস্তান বংশোদ্ভুত ভারতীয় গায়ক। তবে তার জন্ম যুক্তরাজ্যে। বেড়ে উঠেছেন কানাডায়। ভারত সরকার ২০১৬ সালে তাকে নাগরিকত্ব দেয়।
গানের জগতে শুরুর দিকে তার ওজন ছিল ২৩০ কেজি। পরে তিনি বডি ট্রান্সফরমেশনের করেন।
২০২০ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মাননা দিয়েছে।
এসআই



