
ঈদে মাছরাঙায় শাকিব খানের আলোচিত দুই সিনেমা আসছে ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে শাকিব খানের আলোচিত ছবি ‘তুফান’ ও ‘দরদ’। ঈদের দিন বেলা ২:২০ মিনিটে প্রচার হবে‘তুফান’। আর ‘দরদ’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন বেলা ২:২০ মিনিটে।
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত দু’টি ছবিই দর্শকমহলে বেশ সাড়া জাগিয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এর গল্প।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
‘নাদন’ ও ‘শিরোনাম’ মুক্তি পাচ্ছে না ঈদে
অন্যদিকে, অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ নির্মিত হয়েছে ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্প নিয়ে। গল্পে দেখা যায় একের পর এক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের ওপর। সেই দুলু মিয়া হচ্ছেন শাকিব খান। এই ছবিতে শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।