
কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে বেশ একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে পিএসজি। ফরাসি তারকার সঙ্গে নতুন করে চুক্তি বাঁ তাকে অন্য কোঠাও বিক্রি-কোনোটিই করতে পারছে না তারা। এমন অবস্থায় তাকে ঘিরে অস্বস্তি আরও বেড়েছে একটি সেলফিকে কেন্দ্র করে। অবশ্য রিয়াল মাদ্রিদের সমর্থকরা বেশ উচ্ছ্বসিতই হয়েছেন এমন ছবি দেখে।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের বাজারে এমবাপের সঙ্গে রিয়ালের নাম বেশ কয়েক বছর ধরেই জড়িয়ে আছে। ফরাসি তারকার বহুল প্রত্যাশিত গন্তব্য স্প্যানিশ ক্লাবটি। তবে নানা জটিলতায় এখনো মাদ্রিদের সাদা জার্সি গায়ে জড়ানো হয়ে ওঠেনি তার। এবার অবশ্য নতুন করে আবার জেগেছে সম্ভাবনা।
গত মৌসুমে পিএসজির সঙ্গেই আবার চুক্তি নবায়নের পর এমবাপের রিয়ালে যাওয়া নিয়ে আলোচনা অনেকটাই থেমে ছিল। তবে এ মৌসুমে আবার আলোচনা শুরু হয়েছে ফরাসি তারকার এক চিঠিতে। ক্লাবকে জানিয়ে দিয়েছেন আগামী মৌসুমেই বিদায় নিবেন তিনি। এদিকে ফরাসি তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে নারাজ পিএসজি। একান্তই যদি তাকে না রাখা যায় তবে বিক্রি করে অন্তত মোটা অঙ্কের অর্থ পেতে চায় ক্লাবটি। তাই এ মৌসুমেই বিশ্বকাপজয়ী তারকাকে বিক্রি করে দিতেও রাজি তারা।
এমন অবস্থায় এমবাপেকে দলে ভেড়াতে বেশ লোভনীয় একটি প্রস্তাবই দিয়েছিল সৌদি ক্লাব আল হিলাল। ৩০ কোটি ইউরোর সে প্রস্তাবে রাজিও ছিল পিএসজি, তবে এমবাপে তাতে রাজি নয়। এদিকে রিয়ালও তাকে কিনতে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে তরুণ এই তারকা আর পিএসজির মধ্যে এক ধরণের শীতলতাই বিরাজ করছে।
এদিকে পিএসজির সঙ্গে এমন অবস্থার মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রিয়ালের ফুটবলার ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গুজের সঙ্গে এমবাপের একটি সেলফি। ছবিতে দুজনকেই দেখা যায় বেশ হাসিখুশি। সম্প্রতি ইতালির সারদিনিয়ায় একটি ক্লাবে গিয়েছিলেন রিয়াল তারকা। সেখানেই এমবাপের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। আর এমন মুহুর্ত ক্যামেরাবন্দী করতে ভুলেননি কেউই।
এমবাপের জন্য রিয়ালের ভক্ত-সমর্থকদের মধ্যে অনেকদিন ধরেই বিরাজ করছে তুমুল আগ্রহ। যেকোনো মূল্যে ফরাসি তারকাকে ক্লাবের জার্সিতে দেখতে চায় তারা। এরই মধ্যে নিজেদের আরেক প্রিয় তারকার সঙ্গে এমবাপের সেলফি দেখে তারাও বেশ উচ্ছ্বসিত।


