দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে, অযৌক্তিকভাবে গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারা রুখে দাঁড়াতে শান্তিপূর্ণভাবে ২৮ মার্চ (সোমবার) দেশব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং চালু না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।
তিনি গতকাল বিকেলে ধানমন্ডি থেকে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা, গণসংযোগে অংশ নেন, এবং ধানমন্ডি ও নিউমার্কেট এলাকা বাম গণতান্ত্রিক জোট আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।
এদিকে, হরতালের সমর্থনে সিপিবি নেতাকর্মীরা আজ সাভার স্মৃতিসৌধ এলাকায় ও হাতিরঝিলে পদযাত্রা, প্রচার পত্র বিতরণ এবং পথসভা করে।
এ সময় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অন্জ্ঞন, আহসান হাবীব লাভলু, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, রাগীব আহসান মুন্না, লাকী আক্তারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পি এস/এন আই


