
খুলনা মেট্রোপলিটন পুলিশ সবসময় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। খুলনা মেট্রোপলিটন পুলিশ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও নাশকতাকারি, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। গত পহেলা আগস্ট থেকে ইতোমধ্যেই ১৭ টি আগ্নেয়াস্ত্র, ১২৮ রাউন্ড গুলি, ২৫ টি চোরাই মোটরসাইকেল, ককটেল, গান পাউডার, চোরাই স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এরই ধারাবাহিকতায় গত ০৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ হতে চলমান বিশেষ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ ০২ টি আগ্নেয়াস্ত্র এবং ৬১ রাউন্ড গুলি সক্ষম হয়েছে। চলমান বিশেষ অভিযানে ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ, খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টীম কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন নিউজ প্রিন্ট গেট এর বিপরীত পাশে মের্সাস আর.এম ট্রের্ডাসের পিছনে জনৈক আলামিনের বাড়ির নিচ তলায় আসামীর ভাড়া বাসার কক্ষ হতে শীর্ষ অস্ত্রধারী সস্ত্রাসী গুটি আব্বাসসাগর (২২), পিতা-এসকেন্দার শেখ, সাং- নাজিরপুর থানার পাশে, থানা- নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-৩৩ ইস্ট ব্লক বিআইডিসি রোড, থানা- খালিশপুর, জেলা- খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী গুটি আব্বাসসাগর এর দেখানো মতে তার খাটের নিচ হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া অবৈধ মাদকদ্রব্য ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসামীর কক্ষ তল্লাশী করে খাটের নিচে হতে ০২(দুই) টি চাপাতি ও ০১(এক) টি ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখিত ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী জানায় তার কাছে আরো অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। তখন আসামীর দেখানো মতে খালিশপুর থানাধীন নিউজপ্রিন্ট মিলের ভিতর পুকুর পাড় সংলগ্ন পরিত্যক্ত কো-অপারেটিভ স্টোরের পশ্চিম দিকের প্রথম কক্ষ হতে ১) ০১ (এক)টি কাটা রাইফেল, ২) ০৪ (চার) রাউন্ড রাইফেলের গুলি, ৩) ০১ (এক) টি ম্যাগজিন প্লাস্টিকের সুতা দিয়ে নীল রংয়ের ছেড়া পলিথিন দ্বারা জড়ানো অবস্থায় উদ্ধারপূর্বক নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। অস্ত্রটি আসামী নিজ হাতে ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে বের করে দেয়। এ সংক্রান্তে খালিশপুর থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু করা হয়েছে।
আসামী সম্পর্কে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তার পিতা নিউজ প্রিন্ট মিলের লেবারের কাজ করতো। তার স্থায়ী নিবাস পিরোজপুর জেলায় হলেও খুলনার খালিশপুরে তার জন্ম ও বেড়ে ওঠা। সে ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার সুনিদিষ্ট কোন পেশা নেই। মূলত সে মাদকের ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সাথে জড়িত।
সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিম্নরুপ মামলা পাওয়া যায়-
১। (2T72N) কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-৩৩/৪৩৩, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০১৮; ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০;
২। (1U4V6) কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১/১, তারিখ- ০১ জানুয়ারি, ২০২২; জি আর নং-, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৩। (13VUH) কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১২/১২, তারিখ- ১১ জানুয়ারি, ২০২০; জি আর নং-, তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৪। (1XDAF) কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১১/১১২, তারিখ- ১৫ মে, ২০২২; জি আর নং-, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮



