
সামাজিক মাধ্যম সরগরম কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে। এতদিন ইতিবাচকভাবে আলোচনায় এলেও এবার সমালোচিত হচ্ছেন তিনি। স্ত্রীকে অস্বীকারের পাশাপাশি বাবা-মাকে দেখাভাল না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান রিপন। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। দেন না ভরণপোষণ।
রিপনের মা বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।
সেইসঙ্গে রিপনের স্ত্রী-সন্তানের কথাও জানান তার মা। নিজের স্ত্রীকেও বড় ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। তবে রিপন অস্বীকার করেন বিয়ের কথা। তার দাবি, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। তার কথায়, ‘ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?’
এদিকে মায়ের মতো বাবারও আক্ষেপ রিপনকে নিয়ে। তার দাবি, আগে রিপন ভিডিও বানাতেন বাবার সঙ্গে। এখন আর তাকে রাখেন না। এজন্য বাবাও মনের দুঃখে রিপনের ভিডিও দেখেন না।