খুলনার পাইকগাছা-তালা সীমান্তবর্তী বালিয়া খেয়াঘাট পারাপারের সময় কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজ রবিউল ইসলাম (৪০) এর মরদেহ পাঁচদিন পর পাইকগাছার আগড়ঘাটায় কপোতাক্ষ নদের চর থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তৌকিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামস্থ কপোতাক্ষ নদের ফুলতলা খেয়াঘাট সংলগ্ন নদীর চরে এলাকাবাসী লাশটির মাথা মাটির সাথে পড়ে থাকতে দেখে। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে লাশ শনাক্ত করা হয়।
পুলিশ আরো জানায়, মৃত রবিউল সাতক্ষীরার তালা থানার বালিয়া ঘাট থেকে কপোতাক্ষ নদ খেয়া যোগে পারাপারের সময় খুলনা জেলার পাইকগাছা থানার ১ নং হরিঢালী ইউনিয়নের সোনাতনকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ মৃগীরোগের আক্রান্তে হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ, সার্ভিসের টিম ও ডুবুরি নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। লাশের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।



