
চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ করে যুবলীগের কর্মীদের মানব কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি নেতা-কর্মীদের এই নির্দেশ দেন।
যুবলীগ এখন অনেক মানবিক উল্লে¬খ করে শেখ ফজলে শামস পরশ আরও বলেন, নিজের কথা ভাবার আগে দলের কথা ভাবতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। যেকোন সমস্যায় দেশের মানুষের পাশে দাড়াতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে দেশপ্রেম ও স্বচ্চতার রাজনীতি। বঙ্গবন্ধুর আদর্শকে আকড়ে ধরে যুবলীগের নেতা-কর্মীদের আগামী দিনের জন্য এগিয়ে যাওয়ার আহবান জানান সংগঠনের এই শীর্ষ নেতা।
এর আগে বিকেল ৩টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতা কর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন। সম্মেলন শুরুর আগেই নেতা-কর্মীদের ভীড়ে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে করা প্যান্ডেল কানায় কানায় ভরে যায়। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতস্ফুর্তভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করেন। নানা আয়োজনে সন্ধ্যা সাতটায় যুবলীগের এই মিলন মেলার সমাপ্তি ঘটে। রাত সাড়ে সাতটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনের আরও বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এড. আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এড. মীর শওকাত আরী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বিসিবির পরিচালক শেখ সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহাট-১ আসনের শেখ হেলাল উদ্দিন বলেন, ২০২৪ সালের নির্বাচনে বিএনপিকে এমনভাবে পরাজিত করা হবে, যে বিএনপি আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি’র শক্তি নাই বলে, জামায়াতের কর্মীদের নিয়ে মিছিল করে। একটা দল যখন পরনির্ভশীল হয়ে যায়, তখন তাদের আর কি থাকে। আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই অঞ্চলের উন্নয়ন হয়। আগামী দিনে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বর্ষীয়ান এই নেতা।
রাতে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা যুবলীগের দ্বিতীয় অধিবেশন থেকে সরদার নাছির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফি জেমসকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবলীগের শীর্ষ দুই পদের নাম ঘোষনা করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে ১৬ বছর পরে পূর্নাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক পেল বাগেরহাট জেলা যুবলীগ। নব নির্বাচিত এই সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন। জেলা যুবলীগের এই পূর্ণাঙ্গ কমিটি ২০২৪ সালের নির্বাচন ও বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে জানান নেতা-কর্মীরা।
নব নির্বাচিত সভাপতি সরদার নাছির উদ্দিন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সবাপতি ও বর্তমান বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মীর জায়েসী আশরাফি জেমস বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে ২০০৬ সালে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন খান মুজিবুর রহমানকে সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ২০১২ সালে এই কমিটি ভেঙে দেওয়া হয়। এর চার বছর পরে সরদার নাসির উদ্দিনকে আহবায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এর অর্ধযুগ পরে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হল।