
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: দ্রুত গতির মোটরসাইকেলকে চালককে সাইড দিতে গিয়ে যাশোর-সাতক্ষীরা মহা সড়কের কেরালকাতার ইলিশপুর নামক স্থানে ঢাকাগামী সোহাগ পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৭৭২) নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে ওই গাড়ীতে থাকা ৮/৯জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-বুধবার (৮ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য কামরুজ্জামান জানান-রাস্তায় মাটি থাকার কারনে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক, পরিবহনের চালক ও গাড়ীতে থাকা যাত্রীরা আহত হয়। সড়ক দূর্ঘটনার ফলে পরিবহনটি রাস্তায় মাঝে আড় হয়ে যাওয়ায় দু’পাশের যানবাহন চলাচলে সাময়িক বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে থথানা পুলিশ স্থানীয়দের সহায়তায় গাড়ীটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। অনেকে দাবী করেন রাস্তায় মাটি থাকায় এই সড়ক দূঘটনা ঘটেছে।