
খুলনা মহানগরীর নবজাতক চুরি মামলায় গ্রেপ্তার মা শাহজাদী (৩৬) ও তার ১২ দিন বয়সী কন্যাশিশুকে অসুস্থ হয়ে পড়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে চিকিৎসকদের পরামর্শে কারা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা পৃথক কেবিনে চিকিৎসাধীন।
সোমবার সকালে শাহজাদী ও তার মা নার্গিস বেগমের জামিন আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আনিসুর রহমান তা নামঞ্জুর করেন। আইনজীবীরা জানিয়েছেন, মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিন আবেদন করা হবে।
গত ১৫ সেপ্টেম্বর খুলনার রূপসার একটি হাসপাতাল থেকে চার দিন বয়সী এক নবজাতক ছেলে চুরি হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শাহজাদীর মা নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শাহজাদী ও তার মাকে আসামি করে মানবপাচার আইনে মামলা হয়।
বর্তমানে নার্গিস বেগম কারাগারে এবং শাহজাদী তার নবজাতকসহ হাসপাতালে পুলিশ প্রহরায় রয়েছেন।