কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরপুর উপজেলার বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সিয়াম (১৯) এবং একই গ্রামের মো. কুদ্দুসের ছেলে মো. রশীদ (২০)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, সিয়াম ও রশীদ মোটরসাইকেলযোগে লালনশাহ সেতুর দিকে যাচ্ছিলেন। পথে যাত্রী ছাউনি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রশীদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


