আজ ০৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ, ২২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, বিকাল ০৪:০৫ ঘটিকায় কেএমপি সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় কর্তৃক কেএমপিতে ডেপুটি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত ডিআইজি (অতিঃ উপপুলিশ মহাপরিদর্শক) পদে ০৫ জন এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হতে পুলিশ সুপার পদে ০১ জন পদন্নোতি প্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে, “পদোন্নতি যে কোন চাকুরীজীবির জন্য অত্যন্ত সুখকর। বিশেষ করে আমরা যারা ইউনিফর্মে চাকুরী করি তাদের জন্য পদোন্নতি অত্যন্ত গর্বের বিষয়। কারণ এতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। এক্ষেত্রে নিজের ভাবমূর্তী উজ্জ্বল করার পাশাপাশি পরবর্তী কার্যক্রম ও দক্ষতা উন্নয়নের জন্য পদোন্নতি অত্যন্ত জরুরী। আজকের এই আনন্দঘন মুহূর্তে পদোন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব এম.এম শাকিলুজ্জামান এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা’দের কে কেএমপি’র পক্ষ থেকে আনন্দচিত্তে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি এই পদোন্নতির মাধ্যমে তাদের কার্যক্রম, কার্যধারা আরো ত্বরান্বিত করবে। তারা প্রত্যেকেই কর্মের মাধ্যমে দেশের গৌরব বয়ে আনুক এই প্রত্যাশা করছি।”
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা-সহ পদোন্নতি পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএমপি’র পক্ষ থেকে সদ্য ডেপুটি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হতে পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।


