১২ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত ০৮.০০ ঘটিকায় খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন দক্ষিণ টুটপাড়াস্থ বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ ময়দান এর মূল ফটকের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হতে পুলিশ, ডিবি ও র্যাব(RAB) কে হুমকিদাতা, অস্ত্রধারী সন্ত্রাসী ১) মোঃ রাশেদ খাঁ(৩৪), পিতা-মোঃ জাহাঙ্গীর খাঁ, সাং-দত্তডাঙ্গা কাঠিবাজার, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-খানজাহান নগর শাহ্ শিরিন রোডস্থ জেসমিন আক্তার আঁখির বাড়ির ভাড়াটিয়া, থানা-হরিণটানা, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীর হেফাজত হতে ক) ০১ সচল পিস্তল; খ) ০১ টি ম্যাগাজিন; গ) ০১ রাউন্ড গুলি; ঘ) ৭০ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৭(সাত) গ্রাম, যার মূল্য অনুমান ২১,০০০/- টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি মামলা রুজু রয়েছে, যার মধ্যে ০১ টি খুন মামলা, ০১ টি দ্রুত বিচার আইনে মামলা, ০১ টি মাদকদ্রব্য আইনে মামলা এবং ০১ টি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে। আসামীর বিরুদ্ধে অস্ত্র সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-১২/০৮/২০২৩, ধারা- The Arms Act, 1878 এর 19A এবং মাদকদ্রব্য সংক্রান্তে খুলনা থানার মামলা নং-২৬, তারিখ-১২/০৮/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ, ডিবি ও র্যাব(RAB) এর উদ্দেশ্যে গালিগালাজ ও হেয় প্রতিপন্ন করে একটি ভিডিও বিভিন্ন ব্যাক্তিবর্গদের নিকট পাঠায়। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

