গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন মুজগুন্নি শিশু পার্কের মূল গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ এনামুল গাজী@ইমু(৩৬), পিতা-মৃত: হালিম গাজী, সাং-নীলগঞ্জ তাতীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, এ/পি সাং-বৈকালী শহীদ আবু নাসের স্টেডিয়ামের পিছনে, থানা-খালিশপুর এবং ২) মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া(৪৩), পিতা-মৃত: ইদ্রিস আলী মিয়া, সাং-খালিশপুর মেগার মোড়, এ/পি সাং-গোয়ালখালী, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদ্বয়’কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের হয়েছে।
পিএসএন/এএপি


