গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোয়াজ্জেম হোসেন অপু(২৮), পিতা-মৃত: আব্দুল আজিজ, সাং-বাস্তুহারা, থানা-খালিশপুর; ২) লিটন মোল্লা(৩২), পিতা-নুরু মোল্লা, সাং-দেবেনবাবু রোড ফেরীঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ কামরান হোসেন@কুরবান(২৪), পিতা-মৃত: খয়বার আলম, সাং-পূর্ব বানিয়াখামার লোহার গেট, থানা-খুলনা; ৪) মোঃ শাহনেওয়াজ আহম্মেদ(২২), পিতা-মোঃ ইসরার আহম্মেদ, সাং-প্লাটিনাম জুটমিল ০২ নং গেইট সংলগ্ন, থানা-খালিশপুর; ৫) মোঃ মফিজুর রহমান(২৬), পিতা-মোঃ শাহ আলম, সাং-তৈয়াবা কলোনী, থানা-খালিশপুর; ৬) মোঃ আবুল হোসেন(৩৫), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-বৈকালী ঝুড়িভিটা, থানা-খালিশপুর এবং ৭) নিলুফা আক্তার(৩৫), স্বামী-নুলাই শেখ, সাং-হরিণটানা কাটাখালী মধ্যপাড়া, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের কে খুলনা মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

