গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ টুটুল মোল্ল্যা(৩৯), পিতা-মৃত: সুলতান মোল্ল্যা, সাং-মীরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী; ২) বিশ্বজিৎ বৈরাগী(২৩), পিতা-বিধান বৈরাগী, সাং-রংপুর ঠাকুরানীতলা, থানা-আড়ংঘাটা; ৩) মোঃ নাজিবুর রহমান@রাজিব(৩৯), পিতা-মৃত: সরজিৎ বিশ্বাস, সাং-কেলেরকান্দা পোড়াবাড়ী মুছার চাতালের পাশে, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, এ/পি সাং-মতলেবের মোড়, থানা-খুলনা এবং ৪) মোঃ আবজাল হোসেন লিটন(৩০), পিতা-মৃত: আব্দুল লতিফ হাওলাদার, সাং-ইক্রি বোর্ড স্কুলের উত্তর পশে, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা, খুলনা মহানগরীদের কে মহানগরীর খুলনা ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ০৯ বোতল ফেন্সিডিল এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেটআলামাত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মামলা রুজু করা হয়েছে।
পিএসএন/এএপি


