
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন পরিস্থিতিতে কী করতে হবে তা পুলিশের জানা আছে বলে মন্তব্য করেছেন বাহিনীটির প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান।
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা পুলিশের সকল সদস্য কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতার আলোকে কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে তা পুলিশের জানা আছে।’
জঙ্গিবাদ দমনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতিকে সামনে রেখে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং দেশের মিডিয়া একযোগে কাজ করছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের সব সদস্য নিরলসভাবে কাজ করছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘গুলশানের হলি আর্টিজান ট্রাজেডির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ আর তেমন দেখা যায় না। কুমিল্লা থেকে জঙ্গি প্রশিক্ষণের জন্য যেসব ছাত্র নিখোঁজ হয়েছিল তা পুলিশই আগে শনাক্ত করেছে। তারপর পত্রপত্রিকায় নিউজ হয়েছে।
পুলিশ প্রধান বলেন, জঙ্গি দমনে অভিযান পরিচালনার ক্ষেত্রে কৌশলগত ভূমিকা পালন করে পুলিশ। যার কারণে মিডিয়ায় আমরা অনেক সময় বক্তব্য দিতে পারি না।
কুমিল্লার স্মৃতিচারণ করে আবদুল্লাহ আল মামুন বলেন, কুমিল্লা থেকে আমার পুলিশের জীবন শুরু। ১৯৯১ সালে কুমিল্লায় ছিলাম। কুমিল্লা পুলিশের জীবনে আমার ৬ মাস কেটেছে। কুমিল্লার সঙ্গে আমার একটি আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। এতদিন পর আবার কুমিল্লায় এসে অনেক ভালো লেগেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান এবং কুমিল্লা ডিবির অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া।


