বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে প্রায় ১১৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টার দিকে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লে. শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার চকবাজার এর চক মোগলটুলি আল-সাহানী মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার ০৪টি কারেন্টজালের দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্টজাল এবং ৫০০ পিছ চায়না চাই জাল জব্দ করা হয়।
এসব জিনিসের বাজার দাম প্রায় ১১৫ কোটি ২৫ লাখ টাকা। এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিক উল্লাহ ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা’র উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পিএসএন/এমঅাই


