স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতাল পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক–খুলনার স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আসাফুর রহমান কাজল। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয় বিশেষ করে জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং সেবা সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা হয়।
ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, “৫০০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন ১,৭০০ রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে ধারণক্ষমতার তিনগুণ রোগী সেবা নিতে আসেন। তবুও আমরা সমন্বিত প্রচেষ্টায় দক্ষিণ–পশ্চিমাঞ্চলের অন্যতম সেরা সেবা কেন্দ্র হিসেবে এই হাসপাতালকে গড়ে তুলতে চাই।”
তিনি সনাক–খুলনা ও টিআইবির উদ্যোগকে প্রশংসা করে বলেন, “যে বিষয়গুলো আমাদের চোখ এড়িয়ে যায়, সেগুলো সনাক সদস্যরা সামনে আনছেন যা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. মো. আকতারুজ্জামান, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবিব, টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দিন, সনাক খুলনার সহসভাপতি রীনা পারভীন, সদস্য সঞ্জয় কুমার সাহা, এসিজি সমন্বয়ক শেখ মো. জাকির হোসেন, সহসমন্বয়ক ইভানা হক ইভা ও সাকিবুর রহমানসহ এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে আসাফুর রহমান কাজল বলেন, “পরিচালক ও তার টিমের সমন্বিত প্রচেষ্টা হাসপাতালকে জনগণের ভরসার জায়গা হিসেবে গড়ে তুলবে। আমরা চাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একদিন একটি মডেল হাসপাতাল হিসেবে পরিচিত হোক।”


