খুলনার দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন—রূপসার বাগমারা এলাকার মো. ফজলে রাব্বি রাজন (৪০) ও হাসিব হাওলাদার (৪১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন রাজন ও হাসিব। হাজিরা শেষে আদালত ফটকের সামনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার মুহূর্তে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে এবং হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, “আদালতের সামনে দু’জনকে গুলি করে হত্যা করা হয়েছে—সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।”
পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত টার্গেট কিলিং হিসেবে দেখছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

