খুলনায় সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিএফইউজে নেতা শাওন জানান, একটি নিউজের বক্তব্য নিতে ফোন করলে বিপ্লব আবির নামের এক ব্যক্তি তাকে শিববাড়ি মোড়ে ডেকে নেন। তিনি সহকর্মী মনিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় মনি মারাত্মকভাবে আহত হন, শাওন আশপাশের একটি স্থানে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। পরে সহকর্মী সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
এই ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বিএফইউজে, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা এবং খুলনা প্রেসক্লাব পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এবং নির্বাহী সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেন, “মুক্ত গণমাধ্যম বিরোধী যে কোনো অপতৎপরতা রুখতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। অতীতে কোনো স্বৈরাচার সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”
এদিকে হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেসক্লাব।

