
খুলনার মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশ ও স্থানীয়দের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২১ আগস্ট) সকালে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই বাসিন্দারা টায়ার জ্বালানো, গাছের গুঁড়ি ফেলা এবং সড়ক অবরোধের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় স্থানীয়রা ইটপাটকেল ছুড়লে পুলিশ কিছুক্ষণের জন্য পিছু হটে যায়। পরবর্তীতে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের মধ্যেই উচ্ছেদ অভিযানে আনা একটি বুলডোজার ভাঙচুর করা হয়।
বাসিন্দারা অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত তারা উচ্ছেদ মেনে নেবেন না। তবে পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে।
বর্তমানে প্রায় ২০০ পরিবার এই দুই একর জমিতে বসবাস করছে। যদিও ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ লটারির মাধ্যমে জমিটি ৪২ জন ক্রেতার কাছে প্লট আকারে বিক্রি করেছিল, দীর্ঘ ৩৫ বছরেও তারা জমির দখল পাননি।