খুলনায় অস্ত্র তৈরির কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজন আটকের চাঞ্চল্যকর ঘটনার ৪ ঘন্টা পর উদ্ধার হওয়া সরঞ্জাম ডামি বলে জানিয়েছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার হওয়ার চার ঘন্টা পর তাদের উদ্ধার অভিযানের বক্তব্য প্রত্যাহার প্রসঙ্গে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, এগুলো ডামি অস্ত্র। এগুলো বিএনসিসি’র জন্য বানানো হচ্ছিল। যাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল রাতেই তাদের ছেড়ে দেওয়া হবে।
এর আগে পুলিশ জানিয়েছিল নগরীর জোড়াগেট এলাকার একটি লেদ কারখানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার দেখানো হয়। এ ঘটনায় ৩ জনকে আটকও করা হয়।
এছাড়া অস্ত্রগুলো সন্ত্রাসী ও বনদস্যুদের কাছে সরবরাহ করা হতো বলে জানানো হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখার এস এম তাফসিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চুক্তিপত্রে দেখা গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের সেনা, নৌ এবং বিমান শাখ) ক্যাডেটদের জন্য যুগোপযোগী ট্র্রেনিংয়ের জন্য কিছু সংখ্যক অত্যাধুনিক কাঠের অস্ত্র (৫০ পিস) তৈরি করা প্রয়োজন। উক্ত অস্ত্রগুলো বিএনসিসি’র তত্বাবধানে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন প্রাঙ্গণে তৈরি করা হবে। অস্ত্র তৈরিতে নিম্নের প্রতিষ্ঠান বা ব্যক্তি মো. সালাউদ্দিন গাজী পিকুকে প্রদান করা হল।
ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ তাদের অস্ত্র উদ্ধারের তথ্য প্রত্যাহার করলো।


