খুলনায় পুলিশ অভিযান চালিয়ে ৬৯৭ বস্তা চাল ও সরকারি ১০৭টি খালি চালের বস্তাসহ আব্দুল আল ফয়সাল (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। জব্দকৃত চালের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। উদ্ধার হওয়া চাল ওএমএস’র।
খুলনার খালিশপুর ক্রিসেন্ট গেটে গোয়ালপাড়া কমিউনিটি সেন্টরের সামনে এক বাসায় এ অভিযান চালায় পুলিশ।
আজ বুধবার বেলা ১১ টার দিকে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে দ্বীন মোহাম্মদ মনজিল থেকে সুমন মল্লিক নামের এক ভাড়াটিয়ার ভাড়ার ঘর থেকে এ চাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার ওসি মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্বীন মোহাম্মদ মনজিলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন মল্লিকের ঘর চাল সরিয়ে নেয়ার চেষ্টা করে চাল কালো বাজারীরা। চোরা কারবারিরা পালিয়ে গেলেও সুমন মল্লিকের ভাড়া নেয়া ঘর ও পার্শবর্তি প্লাটিনাম জুট মিলস স্টাফ কোয়ার্টারে রক্ষিত ৬৯৭ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
এসময়ে ১০৭টি খালি সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি (ওএমএস) চাল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ সময় আব্দুল আল ফয়সাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে চালের মালিক সুমন মল্লিককে পাওয়া যায়নি।
পরে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট নাজমুস সাকিব মোবাইল কোর্ট বসিয়ে চাল গুলি জব্দ করে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন খালিশপুর থানাকে।
খালিশপুর থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান জানান, উদ্ধারকৃত ৬৯৭ বস্তা চল জব্দ করে খাদ্য গোডাউনে রাখা হয়েছে। কালোবাজারি ও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


