জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর অংশ হিসেবে খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খুলনা জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের অনূর্ধধ-১৫ বছরের বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ দুপুরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ-খুলনা ও বরিশাল বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জি এম রেজাউল ইসলাম ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাইফুল ইসলাম।
সাঁতার প্রতিযোগিতায় খুলনা মেট্রোপলিটনের ১০টি স্কুল ও মাদ্রাসার মোট ৮৫ জন সাঁতারু অংশগ্রহন করে ৪ টা গ্রুপে ভাগ হয়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান।
এসআর/পিএস