
খুলনায় অপহরণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন অপহরণকারী হচ্ছে, নগরীর বি কে রায় রোডের হাবিবুর রহমানের ছেলে রমজান আকন (২৮), পশ্চিম বানিয়াখামারের শেখ ওমর আলীর ছেলে ফেরদাউস (৩০) ও কৃষ্ণনগর চরাই এলাকার আমিরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দাকার হোসেন আহম্মদ জানান, গত ৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে নগরীর সাতরাস্তার মোড়ের গরীব নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) কে অপহরণ করা হয়। পরে হত্যার ভয় দেখিয়ে অপহরণকারীরা তার কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা এবং পাইওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয়।
এ সময় তারা আরো ৫ লাখ টাকা দাবি করে। ভিকটিম মুস্তাসিম বিল্লাহ দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরূপায় হয়ে সে দাবিকৃত টাকা দিতে সম্মত হলে অপহরণকারীরা তাকে মুক্তি দেয়। এ ঘটনায় অপহৃত মুস্তাসিম বিল্লাহ আজ মঙ্গলবার দুপুরে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অপহরণকারী উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।