বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৩/১২/২০২৩ খ্রি. তারিখ মহানগরীর বড়বাজারে (কদমতলা) অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকা, পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বিক্রয় রশিদ প্রদান না করার অপরাধে মেসার্স তানভীর বাণিজ্য ভান্ডার-কে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ভেজাল, মূল্য ও মেয়াদবিহীন, অননুমোদিত শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই বোন স্টোর-কে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি দোকান মালিককে অননুমোদিত পণ্য বিক্রি না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়।
আজকের অভিযানে মোট আদায়কৃত জরিমানা : ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং সদর থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।


