
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৮ মে ২০২৫ তারিখ ভোক্তা-অধিকারের ০৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর লবণচোরা থানার সাচিবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে আজগর হার্ডওয়্যার-কে ০৩ হাজার টাকা ও মেসার্স গাজী ফার্মেসী-কে ০৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠান-কে মোট ০৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর লবণচোরা থানার সাচিবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গনেশ জননী মিষ্টান্ন ভাণ্ডার-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ০৫ হাজার টাকা ও আল্লাহর দান কসমেটিকস-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ০৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার তেরখাদা উপজেলার মোকামপুর ও লষ্করপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নিউ সুপার পপুলার আইসক্রিম-কে যথাযথ পন্যের মোড়ক ব্যবহার না করা ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ কারার অপরাধে ৫০ হাজার টাকা এবং আল-মদিনা ড্রিংকিং ওয়াটার-কে অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন করার অপরাধে ০২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মুসলিম ফুড এন্ড ইন্ডাস্ট্রি-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা একই অপরাধে মেসার্স হোপ লাইভ বেকারি-কে ১ হাজার টাকা এবং মেসার্স আলিফ ফার্মেসী-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০৩ টি প্রতিষ্ঠান-কে মোট ০৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার পালবাড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজু সুইটস-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ০২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ০২ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও মহেশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে কুরাপাড়া স্টোর-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান-কে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার রাধানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মেসার্স রিতা ফার্মেসি-কে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৬ হাজার টাকা এবং মেসার্স জয়দেব স্টোর-কে মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠান-কে মোট ০৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার মাগুর বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইমাম স্টোর-কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০১ হাজার টাকা, টুটুল স্টোর-কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ০১ হাজার টাকা, পৃথা প্রেমা স্টোর-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ০১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ০৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার হাউজিং কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স প্রিংয়কা ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ০৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ১৭ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ০১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।