বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলার বিভিন্ন কার্যালয় ১০ নভেম্বর তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে। খুলনা বিভাগের ১১টি টিমের এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, চাল, তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, সবজি, আলু, দেশি পেঁয়াজ, মুরগি ও ডিমের বাজার দর যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় পরিচালিত অভিযানে যথাযথ পণ্য সরবরাহ না করায় শেফা মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই থানার এম এ বারি সড়কে সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আল্লার দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, খান ফার্মেসিকে ১ হাজার ৫০০ এবং হেলথ কেয়ার হোমিও সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর ও বাগেরহাটে পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও মোড়কবিহীন পণ্য বিক্রি, অবৈধভাবে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্যভাবে—
খুলনার ডুমুরিয়ায় ভাই ভাই স্টোরকে ৪০ হাজার টাকা,
যশোরে ভোজন বিলাস রেস্তোরাঁকে ১০ হাজার টাকা,
মাগুরায় মনিরুল স্টোরকে ১০ হাজার টাকা,
সাতক্ষীরায় আল-মদিনা ফুড প্রোডাক্টকে ৪ হাজার টাকা,
কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা,
বাগেরহাটে তিন কসমেটিকস দোকানকে মোট ৮ হাজার টাকা,
জরিমানা করা হয়।
মোট ১৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।


