
ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই শিমুল মন্ডল জানান, খুলনাগামী একটি মাহিন্দ্রা ও চুকনগরগামী একটি তেলবাহী ট্যাংকলরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাহিন্দ্রার চালক ও দুইজন যাত্রী রয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত কাজ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।