খুলনা জেলার দাকোপ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ।
গত ৩ মে ২০২৫, দাকোপ থানাধীন তিলডাঙ্গা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম:
প্রসেনজিৎ শীল (৩১)
পুলিশ জানায়, অভিযুক্ত প্রসেনজিৎ শীল দীর্ঘদিন ধরে ভিকটিমকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল।
ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ এপ্রিল রাতে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভিকটিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।